মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

যশোরে ২৫ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যশোরে আলোচিত ২৫ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ সহ মোট পাঁচ জন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে তাদের থেকে। 

র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), সাগর হোসেন (২১) এবং আব্দুল কাদের (৩৪)।

সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক পাঁচ জায়গায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

এসময় তিনি আরও বলেন, ‘আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোরে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম সোনা চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অপর দুই জন সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। জব্দ অস্ত্র ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’

এম.এস.এইচ/

র‌্যাব আটক অপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন