শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যা থাকছে আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭-এ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

উন্মোচিত হয়েছে আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭। আইওএসের নতুন এই সংস্করণটি আইফোন এক্সএস মডেল থেকে ওপরের যেকোনও মডেলে আপডেট করা যাবে। নতুন এই আপডেটে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যা আইফোন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্য করে তুলবে। কী থাকছে নতুন আইওএস ১৭-তে, তা নিয়েই সাজানো হয়েছে সিএনএনের এই প্রতিবেদন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে মোবাইল ফোনের সেটিংস অ্যাপের সফটওয়্যার আপডেট সেকশনে ক্লিক করে অপারেটিং সিস্টেম আইওএস ১৭ এ আপডেট করতে পারছেন আইফোন ব্যবহারকারীরা।

নতুন আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে বেশ কিছু বহুলপ্রত্যাশিত ফিচার পাচ্ছেন আইফোন ব্যবহারকারীরা।

নতুন লাইভ ভয়েস মেইল

ফিচার নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্দীপনা বিরাজ করছিল। নতুন এই ফিচারটি কলারের বার্তা রিয়েল টাইমে ট্রান্সক্রাইব করবে। এতে করে আইফোন ব্যবহারকারী সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে লাইনে থাকা সেই কলারের কল তিনি গ্রহণ করবেন না কেটে দেবেন এবং তাকে একটি মেসেজ পাঠিয়ে দেবেন।

কাজেই ফিচারের মাধ্যমে লাইভ ভয়েস মেইল পাঠালে রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন দেখতে পারবেন অপরজন।

এ ক্ষেত্রে যদি ‘সাইলেন্স আননোন কলারস’ সেটিংটি চালু থাকে, তখন অজানা নম্বরগুলো থেকে আসা কল সরাসরি লাইভ ভয়েসমেলে চলে যাবে।

ফেসটাইম ভিডিও মেসেজ

লাইভ ভয়েস মেইলের মতো ফিচার ফেসটাইমেও যুক্ত করা হয়েছে। এখন যদি কেউ ভিডিও কল গ্রহণ না করেন, তাহলে আইফোন ব্যবহারকারীরা ভিডিওবার্তা পাঠাতে পারবেন। 

এমনকি আইওএস ১৭-তে ফেসটাইমের কলগুলোয় ব্যবহারকারীরা নিজেদের অভিব্যক্তি আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। কেননা, এতে রিঅ্যাকশন ফিচার হিসেবে যোগ করা হয়েছে হার্ট, বেলুন, আতশবাজি মতো আরও অনেক ইফেক্টস, যা কি না সাধারণ জেসচার দিয়ে সক্রিয় করা যাবে।

সিরি-এর ক্ষেত্রে নতুন ফিচার

আইফোন ব্যবহারকারীরা অ্যাপল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করতে সাধারণত ‘হেই সিরি’ বলতে অভ্যস্ত। কিন্তু নতুন আপডেটের কারণে তাদের এই অভাস পরিবর্তন করতে হতে পারে। অ্যাপল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করতে এখন তাদের কেবল ‘সিরি’ বললেই হবে।

মূলত ‘সিরি’র লঞ্চ ফ্রেজ থেকে ‘হেই’ অংশ বাদ দেয়ার অ্যাপলের পদক্ষেপটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি আরও স্বাভাবিক করারই একটি প্রয়াস। তা ছাড়া এটি একবার সক্রিয় করা হলে সিরি ব্যাক-টু-ব্যাক অনুরোধগুলো আরও ভালোভাবে প্রক্রিয়া করতে পারবে।  

নেমড্রপ ফিচার

এখন কষ্ট করে আর বন্ধুদের কনট্যাক্ট ম্যানুয়ালি সেভ করতে হবে না। আইওএস ১৭-তে থাকা নতুন নেমড্রপ ফিচারটি ব্যবহার করে নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগের তথ্য বিনিময় করা আগের চেয়ে সহজ করে তুলেছে অ্যাপল। এতে ব্যবহারকারীরা তাদের আইফোন একে অপরের কাছে এনেই কনট্যাক্ট শেয়ার করতে পারবেন।

কনট্যাক্ট পোস্টার

কনট্যাক্ট পোস্টার হচ্ছে আইওএস ১৭ এর আরেকটি নতুন ফিচার, যেটি আইফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে যাচ্ছে। এই ফিচারটি ব্যবহার করে আইফোন ব্যবহারকারীরা একটি কাস্টম চিত্র ডিজাইন করতে পারবেন, যেটি কল করার সময়ে স্ক্রিনে প্রদর্শিত হবে।

তা ছাড়া ব্যবহারকারীরা তাদের পছন্দসই একটি ছবি বা মেমোজি দিয়ে কনট্যাক্ট কার্ড পারসোনালাইজড করতে পারবেন।

উন্নত হচ্ছে অটোকারেক্ট

নতুন আইওএস ১৭ কে ইংরেজি ভাষার অটোকারেক্ট ফিচারটি আরও উন্নত হচ্ছে। অ্যাপল বলেছে, এটি ট্রান্সফরমার ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে বিস্তৃত আপডেট নিতে থাকবে। এর ডিভাইস মেশিন লার্নিং লাঙ্গুয়েজ মডেলের স্টেট-অব-দ্য-আর্ট শব্দ চয়নের অভিজ্ঞাকে উন্নত করতে থাকবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের অটোকারেক্ট আরও নিখুঁত হতে থাকবে।

ফলে টাইপিং হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্য। এমনকি এই ফিচারটি সেনটেন্স লেভেলে অটোকারেক্টশন করতে সহায়তা করবে। এতে ব্যবহারকারীর ব্যাকরণগত ভুলগুলোও সংশোধন করা যাবে।

আরো পড়ুন: উন্মুক্ত হলো আইফোন ১৫, যুক্ত হলো যেসব ফিচার

তাছাড়া নতুন আইওএসে কী বোর্ডও সময়ের সঙ্গে ব্যবহারকারীর অভ্যাসগুলো শিখে নিবে। যেমন আপনি যদি ডাকিং শব্দটি বাক্যে ব্যবহার করতে চান, তাহলে কি বোর্ড সেটিকে ডাকিং ই রাখবে, তা অটোকারেক্ট পরিবর্তন করে দিবে না।

স্ট্যান্ডবাই

ঘরের এক কোনায় মোবাইল ফোন চার্জ হতে থাকলে তখন নোটিফিকেশন দেখতে বেশ সমস্যা পোহাতে হয়। এই সমস্যা সমাধানেই স্ট্যান্ডবাই ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এই ফিচারের মাধ্যমে দূর থেকে নোটিফিকেশন ফুল স্ক্রিনে দেখার সুযোগ করে দেয়া হয়েছে।

জার্নাল অ্যাপ

অ্যাপলের নতুন জার্নাল অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতিদিনের জার্নালিং আরও সহজ করতে সহায়তা করবে। এটি এই বছরের শেষের দিকে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে।

এসকে/ 

আইফোন নতুন ফিচার আইওএস ১৭

খবরটি শেয়ার করুন