পেরুতে অবস্থিত কুজকো নদীর পানি টকটকে লাল হয়। ছবি : সংগৃহীত
পৃথিবীর নানা প্রান্তে রয়েছে বিস্ময়কর নানা জায়গা। কিছু জায়গায় রহস্যগুলি এমনই যে সেগুলি জানলে চমকে উঠতে হয়। নদীর রং কি? যদি আপনাকে এই প্রশ্ন করা হয়, আপনার উত্তর হবে- নীল বা কর্দমাক্ত। আর যদি এটি একটি অতিরিক্ত দূষিত নদী হয়, তবে তার পানির রঙ কালো পর্যন্ত হতে পারে।
কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি নদী আছে যেখান দিয়ে লাল রঙের পানি বয়ে যায়। এই কারণে কেউ কেউ একে 'রক্তের নদী'ও বলে থাকেন। আসুন জানি এই নদীটি কোথায় এবং এর লাল রঙের কারণই বা কী?
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিস্ময়কর একটি নদী রয়েছে যার রঙ রক্তের মতো ‘টকটকে লাল’। পেরুতে অবস্থিত কুজকো নদীর পানি টকটকে লাল হয়। তবে বছরের কয়েক মাসই এই নদীর রং লাল থাকে। যার কারণে একে ‘রক্তের নদীও’ বলা হয়।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, লাল রঙের পানির এই নদীর নাম কুজকো। এই নদীটিকে পেরুর কাঞ্চিস প্রদেশের ভিলকানোটা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। আজকাল কুজকো নদীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হতে দেখা যায়। না দেখলে এই নদীর পানির রং বিশ্বাস করা যায় না।
নদীতে কেন 'রক্ত' লাল পানিবয়ে যায়?
প্রশ্ন জাগে যে নদীর রং লাল কেন? কী কারণে নীল পানিতে ভরা নদী বছরের কোনও কোনও মাসে রং বদলায়? আসলে এসব প্রশ্নের রহস্য লুকিয়ে আছে কুজকো নদীর অবস্থানে।
কুজকো নদী প্রবাহিত এলাকাটি তার বেলেপাথরের জন্য পরিচিত। এই পাথরগুলো আয়রন অক্সাইডে ভরা।
সাধারণত এই নদীটি শুধুমাত্র বর্ষাকালে রক্তের মতো লাল দেখায়। পেরুর কুস্কোতে অবস্থিত নদীটি স্থানীয়দের কাছে পুকামায়ু নামে পরিচিত।
জানা যায়, যে জায়গা দিয়ে এই নদী প্রবাহিত হয়, সেই জায়গা খনিজ পদার্থে সমৃদ্ধ। সেই জন্য নদীর স্থানে আয়রন অক্সাইডের পরিমাণ বেশ বেশি।
আরো পড়ুন: ১০৪ বছর বয়সে স্কাই ড্রাইভিং করে বিশ্বকে তাক লাগালেন ডরোথি!
বস্তুত বর্ষাকালে নদীর পানিতে আয়রন অক্সাইড যুক্ত মাটি দ্রবীভূত হয়। এই মাটি ক্ষয়ের কারণেই নদীর জল ঘোলা হয়ে লাল হয়ে ওঠে। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে লাল রঙের নদীর পানি দেখে পর্যটকদের মনে হয় যেন রক্তনদী দেখছেন তারা।
শুধুমাত্র বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসে। অদ্ভুত সুন্দর এই নদীর উৎপত্তি পালকোয়া রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে। আর বিশ্বের পর্যটকদের জন্য এই যদি এক অমোঘ আকর্ষণ।
এসকে/