বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

যেসব পরিবর্তন আসতে পারে অ্যাপল ওয়াচে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাপলের আইফোনের পাশাপাশি এর অন্যান্য গ্যাজেটও খুবই জনপ্রিয়। এরমধ্যে অন্যতম হচ্ছে অ্যাপল ওয়াচ। প্রথম অ্যাপল ওয়াচ লঞ্চ করেছিল ২০১৫ সালে। তারপর থেকে প্রায় প্রতি বছরই একপ্রকার নিয়ম করে নতুন মডেল নিয়ে আসে সংস্থাটি। অ্যাপলের সেপ্টেম্বর মাসের ইভেন্ট যতই এগিয়ে আসছে, তা নিয়ে জল্পনা ততই বেড়ে চলেছে। সেই ইভেন্টে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি লঞ্চ করা হতে পারে। সেই সঙ্গে একাধিক স্মার্টওয়াচ আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের প্রতিবেদনে বলা হচ্ছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা আসতে পারে আইফোন ১৫ সিরিজের সঙ্গে। তবে এর চেয়ে যে খবরটি এখন সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করেছে তা হচ্ছে অ্যাপল ওয়াচ এক্সের ঘোষণা।

জানা গেছে নতুন স্মার্টওয়াচ লঞ্চের ঘোষণা হওয়ার পরই অ্যাপল নতুন একটি স্মার্টওয়াচ নিয়ে কাজ শুরু করেছে। যা ২০২৫ সালে অ্যাপল ঘড়ির দশম বর্ষপূর্তি উদযাপনে নিয়ে আসা হবে। এর নাম দেওয়া হয়েছে অ্যাপল ওয়াচ এক্স। যেখানে ডিজাইন এবং ফাংশন উভয় দিক থেকেই বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

বড় পরিবর্তনগুলো, যেমন বড় মাইক্রোএলইডি ডিসপ্লে এবং রক্তচাপ মনিটর অন্তর্ভুক্ত করা হতে পারে ওয়াচ এক্সে। ঘড়িটিতে নতুন রং এবং দ্রুত গতির প্রসেসর থাকবে বলেই জানা গেছে।

অ্যাপল ওয়াচ এক্সে আগের তুলনায় পাতলা এবং নতুন ডিজাইন করা ব্যান্ড মেকানিজম থাকতে পারে। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়, বর্তমান অ্যাপল ঘড়িগুলো খুব বেশি জায়গা নেয়, যা বড় ব্যাটারি বা অন্যান্য উপাদানগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে। এই কারণেই অ্যাপলের নতুন ডিজাইন করা ঘড়িতে একটি নতুন ম্যাগনেটিক ব্যান্ড কানেক্টিভিটি সিস্টেম থাকতে পারে।

আর.এইচ 

অ্যাপল ওয়াচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন