ছবি: সংগৃহীত
দিনভর তীব্র দাবদাহের রংপুরের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বিকেল ৪টার ২০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়ে ২০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুরে গত কয়েকদিন থেকে দিনভর ছিল অসহনীয় গরম। দাবদাহে যখন দুর্বিষহ অবস্থা। সেসময়ে বিকেল ৪টা থেকে আকাশ মেঘলা হয়ে আসে। এরপর ৪টা ২০ মিনিট নাগাদ শুরু হয় ধূলিঝড়। এরপর বইতে শুরু করে কিছুক্ষণ ঝড়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় ২০ মিনিটের বৃষ্টিতে নগরীর পথঘাট ভিজে যায়।
আরো পড়ুন:প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা
স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, প্রায় ২০ মিনিটের বৃষ্টিতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার বিকেল ৪টায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এম/