শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

রজনীকান্তের 'জেলার' সব রেকর্ড ভেঙে ৬০০ কোটির গণ্ডি টপকাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম সফল ছবি হিসেবে থেকে গেল 'জেলার'। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান টুইটারে জেলার ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিলেন।

এই ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সবসময়ের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে। একই সঙ্গে এটাই দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এক কথায় বলতে গেলে রজনীকান্তের জেলার যেন সব অর্থেই অপ্রতিরোধ্য।

জেলারের বক্স অফিস রেকর্ড

মনোবল বিজয়াবালান তাঁর টুইটে লেখেন, 'জেলার দ্য রেকর্ড মেকার। সুপারস্টার রজনীকান্তের জেলার ৬০০ কোটির লিস্টে এন্ট্রি নিল। তামিল নাড়ুর সবসময়ের এক নম্বর মুভি হল এটা।

তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও এটি এক নম্বর ছবি। এমনকি কেরলেও। এটা ভারতের তৃতীয় এবং এক মাত্র তামিল ছবি যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।'

আরো পড়ুন: শুভ জন্মদিন সাবিনা ইয়াসমিন

তিনি তাঁর টুইটটিতে আরও লেখেন, '১. উত্তর আমেরিকায় সবসময়ের এক নম্বর মুভি হয়েছে। ২. ইংল্যান্ডেও চিরকালীন ব্যবসার নিরিখে এক নম্বর মুভি হয়েছে। ৩. পার্শিয়ান গালফ অঞ্চলে চিরকালীন আয়ের বিচারে এক নম্বর মুভির তকমা পেয়েছে। ৩. মালয়েশিয়ায় সবসময়ের দুই নম্বর মুভি হয়েছে।'

তাঁর পোস্ট থেকে জানা যায় সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স সহ একাধিক দেশেই জেলার ব্যাপক ব্যবসা করেছে। এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুযায়ী, 'ব্যবসার বিচারে এটা চিরকালের জন্য ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে অন্যান্য দেশে। এবং দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।'

গত রবিবার জেলার বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই দ্বিতীয় তামিল ছবি যা এত দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরোল। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ২.০ এই রেকর্ড গড়েছে। এখন এটির মোট আয় ৬৩৭ কোটি টাকা।

এসি/  আই.কে.জে


রজনীকান্ত জেলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250