বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** শহিদুল আলমকে ‘অপহরণ’ করেছে দখলদার ইসরায়েল *** ‘ফ্রি শহিদুল আলম’, মির্জা ফখরুলের পোস্ট *** বেবি পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা *** ফিলিস্তিনি শরণার্থীর বিজ্ঞানে নোবেল জয়, রসায়নে দ্বিতীয় মুসলিম *** এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার *** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান *** বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের ব্যস্ততা *** একদিকে সংঘাত বন্ধের জন্য আলোচনা, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল *** জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

সাপ দিয়ে বডি ম্যাসাজ!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সাপ দিয়ে বডি ম্যাসাজ

সাপ! শব্দটি শোনামাত্র অনেকে ভয়ে আঁতকে ওঠেন। তাদের জন্য সাপ ছুঁয়ে দেখা কিংবা সঙ্গে রাখা কল্পনাতীত! অথচ সেই সাপ দিয়েই করা হচ্ছে বডি ম্যাসাজ। ভয় পাচ্ছেন? ঘটনা কিন্তু মিথ্যে নয়।

বডি ম্যাসাজের উপকারিতার কথা সকলেই কমবেশি জানেন। ক্লান্তি দূর করতে অনেকেই বডি ম্যাসাজ করান। এ জন্য এক্সপার্ট রয়েছে। তারা রীতিমত প্রশিক্ষণ নেন এই কাজের জন্য। কিন্তু মানুষের বদলে এ কাজে সাপের সহায়তা নেয়া অবাক করা ব্যাপার বটে।

সাপ দিয়ে বডি ম্যাসাজ করাতে হলে আপনাকে যেতে হবে ফিলিপাইনের আকলান শহরের একটি সাপের ফার্মে। ফার্মের নাম অস্ট্রিক। অস্ট্রিক অর্থ উটপাখি। এখানে সাপের পাশপাশি উটপাখিও রয়েছে। ফার্ম কর্তৃপক্ষ এর নাম দিয়েছেন স্নেক ম্যাসাজ।

অর্থাৎ নারী-পুরুষ যে কোনো গ্রাহককে নির্দিষ্ট জায়গায় শুইয়ে শরীরের ওপর সাপ ছেড়ে দেয়া হয়। সাপ বলতে অজগর। এরপর শরীরের ওপর সাপ যে হালকা চাপ দেয় এতেই হয়ে যায় ম্যাসাজের কাজ।

স্নেক ম্যাসাজ নেয়া জেসিয়া নামে এক তরুণী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর তিনি সেখানে যান। এটি ছিল তার জীবনে নতুন এক অভিজ্ঞতা। অজগরের শরীর খুব ঠান্ডা ছিল। প্রথমে তিনি ভয় পেলেও সাপটি তার কোনো ক্ষতি করেনি।

ফার্মের মালিক রেমন জানান, ভয়-ভীতি, মানসিক সমস্যা ও অবসাদ দূর করার জন্য এই ম্যাসাজ খুব কার্যকর। নিয়মিত ম্যাসাজ করালে প্রতিকার মিলবে এসব সমস্যা থেকে।

গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবাই জানি, অজগরের শরীরে গন্ধ থাকে। আমরা কাউকে ম্যাসাজ দেয়ার আগে সাপটাকে ভালো করে গোসল করিয়ে ফ্রেশ করে নেই। এরপর সার্ভিস দিয়ে থাকি। সাপগুলো মানুষের সাথে বড়ো হয়েছে তাই এরা কারও ক্ষতি করবে না। তবুও ম্যাসাজ করানোর সময় একজন এক্সপার্ট আমাদের সঙ্গে থাকে।

ফার্মে বর্তমানে ৫টি আজগর রয়েছে। এর মধ্যে ৩টি বার্মিজ এবং দুটি এলমিনো স্নেক। স্নেক ম্যাসাজ নিতে হলে সর্বনিম্ন ৩০ মিনিট খরচ পড়বে প্রায় ৬ হাজার টাকা।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

সাপ বডি ম্যাসাজ ফিলিপাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250