ছবি: সংগৃহীত
সারাদেশে মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে ডেঙ্গুর উপসর্গ আছে এমন রোগীদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবার ঘোষণা ও গ্রাহকদের স্বাস্থ্যসেবা ছাড়াও বিশেষ সহায়তার প্রচেষ্টাকে আরও দৃঢ় করার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। মাইবিএল সুপারঅ্যাপের ‘বিএল কেয়ার’ গ্রাহকরা ডেঙ্গুসংক্রান্ত বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ পাবেন। বিশেষ সেবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে দশ মিনিটে।
বাংলালিংক ব্র্যান্ডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানালেন, সাধারণ মানুষকে প্রয়োজনের সময়ে সহায়তা করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের নাগরিকদের সহায়তায় অবদান রাখতে চাই। প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্ত ও দক্ষ ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সচেষ্ট আছি। মাইবিএল সুপারঅ্যাপ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ দিচ্ছি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করছি।
জনগণের স্বাস্থ্যসেবা ও সুরক্ষাকে মানোন্নত করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়তে ভূমিকা রাখছে। মাইবিএল সুপারঅ্যাপের ‘বিএল কেয়ার’ সেগমেন্টের লক্ষ্য সারাদেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা। মাইবিএল সুপারঅ্যাপ গ্রাহকদের উন্নতমানের ডিজিটাল সব সেবার নিরবচ্ছিন্ন সুবিধা দেয়। যার মধ্যে আছে প্রশিক্ষণের মাধ্যমে পড়াশোনা, কনটেন্ট ও গেমিং, বিনোদনসহ বহুমাত্রিক সেবা।
আর.এইচ
খবরটি শেয়ার করুন