রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ফিরছেন বাসিন্দারা, ভাড়া নিচ্ছে না ট্রলার মালিকরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে সেন্টমার্টিন দ্বীপের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন, তারা দ্বীপে ফিরতে শুরু করেছেন। তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি।

আজ বুধবার সকালে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন, তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে।

আরো পড়ুন: কুমিল্লার লালমাই পাহাড়ে চা চাষে সফলতা

তিনি বলেন, ‘মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন বাসিন্দাদের যে বা যারা ত্রাণসামগ্রীসহ বিভিন্ন সহয়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে।’

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, মোখা আতঙ্কে দ্বীপ থেকে তিন হাজারের বেশি বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে অনেকেই মঙ্গলবার দ্বীপে নিজ বসতিতে ফিরেছে।

এম/ আই. কে. জে/

সেন্টমার্টিন ভাড়া ট্রলার মালিকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন