শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদ মানেই নতুন সিনেমা। হলে উপচেপড়া দর্শকের ভিড়, হাউজফুল শো’র পরে নানা চরিত্রের অভিনয়ে মুগ্ধ দর্শকের হল ত্যাগ, এটা হলো চেনা রূপ। সে ধারাবাহিকতায় এবারও ঈদে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। চলছে দেশের ১৫০টি প্রেক্ষাগৃহে।

ঈদের পরদিন রোববার (২৩ এপ্রিল)  বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে এবার হল ও দর্শক টানায় এগিয়ে আছেন নম্বর ওয়ান শাকিব খান। দ্বিতীয় অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর সিনেমা।

হলফেরত দর্শকরা বলছেন- মুক্তির প্রথম দিনে সিঙ্গেল স্ক্রিনে বেশ সাড়া ফেলেছে শাকিব-বুবলীর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। লম্বা সময় পর ঈদে শাকিব খানের সিনেমা। আই ভক্ত ও দর্শকদের উচ্ছ্বাসটাও স্বাভাবিকভাবে বেশি।

সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পরের অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর ‘শত্রু’। সারাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

অন্যদিকে সিনেপ্লেক্সেও ফিরেছে দর্শক। শনিবার দুপুর থেকেই বিভিন্ন শোতে দর্শকদের ভিড় দেখা গেছে। আদম, লোকাল, পাপ-জ্বীন সিনেমাগুলো নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। অনন্ত জলিলের কিলহিমও আছে আলোচনায়। আর অপু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন চলছে ঢাকার বাইরের ৯টি প্রেক্ষাগৃহে।

এম/ 

আরো পড়ুন:

‘এবার ঈদের সেটাই পরম প্রাপ্তি’

‘লিডার: আমিই বাংলাদেশ’

খবরটি শেয়ার করুন