শনিবার, ২২শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আল্লাহ দয়া করুন, আকুতি ক্যানসারে আক্রান্ত হিনার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী হিনা খান। অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এতদিন। অভিনেত্রীর সাজ পোশাক নিয়েও অনুরাগীদের আগ্রহ কম ছিল না। কিন্তু হঠাৎ বদলে গেছে তার জীবন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে চিকিৎসা চলছে তার।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে প্রথম কেমো নেওয়া হয়েছে। কেমো থেরাপির ক্ষতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। এবার প্রকাশ করলেন যন্ত্রণার কথা। যন্ত্রণা দূর করতে স্মরণ করলেন স্রষ্টাকে। হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আল্লাহ ছাড়া এই প্রবল যন্ত্রণা আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ, দয়া করুন আমাকে।”

আরও পড়ুন: আম্বানিপুত্রের বিয়েতে তারকাদের মেলা, কত খরচ হলো?

এদিকে ক্যানসার আক্রান্তের খবর প্রকাশের পর থেকেই অনুসারীদের সঙ্গে হিনা ভাগ করে নিচ্ছেন সবকিছু। কেমো থেরাপির মুহূর্ত চুল কাটার পরের চেহারা দেখিয়েছেন নেটিজেনদের। কেমো নেওয়ায় শরীরে ক্ষত হয়েছে তার। সে ছবিও মেলে ধরেছিলেন। 

বলেছিলেন, “আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দু’চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।”

আরও লিখেছিলেন, “আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।”

এসি/কেবি

আল্লাহ হিনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন