ছবি: সংগৃহীত
ইন্দোর ও সুরাটকে ভারতের ‘পরিচ্ছন্ন শহর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেশটির কেন্দ্রীয় সরকারের বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষায় তৃতীয় স্থান ধরে রেখেছে নাভি মুম্বাই। এ সমীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ‘পরিচ্ছন্নতা জরিপ পুরস্কার ২০২৩’-এ ‘সেরা-পারফরমিং স্টেটস’ বিভাগে মহারাষ্ট্র শীর্ষস্থান দখল করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরের স্থান মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ের।
আরো পড়ুন: সংখ্যালঘুদের উন্নয়নে প্রথম অবস্থানে পশ্চিমবঙ্গ : মমতা ব্যানার্জী
এদিন এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী এবং অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইন্দোর টানা সপ্তমবারের মতো পরিষ্কার শহরের শিরোপা জিতেছে। এ ছাড়া সমীক্ষার ফলাফল অনুসারে, মহারাষ্ট্রের সাসভাদ এক লাখের কম জনসংখ্যার সব শহরের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার পেয়েছে। ছত্তিশগড়ের পাটান এবং মহারাষ্ট্রের লোনাভালা এই বিভাগে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে। এ ছাড়াও বারাণসী হলো সেরা ও পরিচ্ছন্ন গঙ্গা শহর।
সূত্র: এনডিটিভি
এইচআ/ আই.কে.জে/