বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

জাপানে ভূমিকম্প

৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাপানে নতুন বছরের প্রথম দিনে শক্তিশালী ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধা জীবিত উদ্ধার হয়েছেন। তাঁর বয়স ৮০-এর কোটায়।

সরকারি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওয়াজিমা শহরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওই নারীকে বের করে আনা হচ্ছে।

সম্প্রতি জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। ভূমিকম্পের পর ওই বৃদ্ধা তাঁর বাড়ির নিচতলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। ইতোমধ্যে ভূমিকম্পের ৭২ ঘণ্টা বা ৩ দিন পেরিয়ে গেছে। সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসে। তারপরও উদ্ধারকারীরা জীবিত উদ্ধারের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন: যেভাবে প্রাণ বাঁচল জাপানের সেই বিমানের ৩৭৯ যাত্রীর! 

ধারণা করা হচ্ছে, সুজু ও ওয়াজিমা শহরে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৩০ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কিছু শহরে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। সুজু শহরের মেয়র বলেছেন, শহরটির ৯০ শতাংশ ঘরবাড়ি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সোমবার ভূমিকম্প অনুভূত হওয়ার এক মিনিট পরই শহরটিতে ছোট আকারের একটি সুনামি আঘাত করেছিল।

ভূমিকম্প থেকে ভবনগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ১৯৮১ সালে জাপান কিছু বিধি প্রণয়ন করে। তবে অনেকগুলো কাঠের ঘর নির্মাণ করা হয়েছে এই বিধিগুলো কার্যকর হওয়ার আগেই।

জাপানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। ২৪২ জন এখনো নিখোঁজ।

সূত্র: এএফপি  

এইচআ/ আই.কে.জে

জাপান ভূমিকম্প ওয়াজিমা জীবিত নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250