ছবি: দ্যা গার্ডিয়ান
রোমের থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত সিভিটাভেকিয়া বন্দরের সমুদ্রতটে একটি প্রাচীন কার্গো জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীর এই জাহাজটিতে শত শত প্রাচীন রোমান জার খুঁজে পাওয়া যায়, যাকে এমফোরা বলে। এগুলোর অনেকটিই প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এখনও।
কর্তৃপক্ষ বর্তমানে এ জায়গার সুরক্ষার কথা চিন্তা করছে কারণ প্রতি বছরই শত শত এমফোরা অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যায়।
২০২১ সালের জুন মাসে বেলজিয়ামের একজন সংগ্রাহকের কাছ থেকে শত শত অবৈধভাবে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো উদ্ধার করে পুলিশ।
এদিকে ইতালির উপকূলরেখাকে অবৈধ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত টহলের ব্যবস্থা করেছে পুলিশ।
আরো পড়ুন: পৃথিবীর সাগরতলে পড়ে আছে কত জাহাজের ধ্বংসাবশেষ!
২০২১ সালে সিসিলিয়ান প্রত্নতাত্ত্বিকরা দুটি প্রাচীন রোমান জাহাজ আবিষ্কার করেছিলেন। এর মধ্যে একটি উস্টিকা দ্বীপের কাছে এবং অন্যটি পালেরমো উপকূলের কাছে আবিষ্কৃত হয়। জাহাজগুলো থেকে প্রচুর পরিমাণে মদের সামগ্রী উদ্ধার হয়।
অন্যদিকে ২০১৩ সালে, বছরব্যাপী তদন্তের পর পুলিশেরা খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর একটি জাহাজ উদ্ধার করে।
এম এইচ ডি/ আই. কে. জে/
ইতালি প্রাচীন রোমান জাহাজ ধ্বংসাবশেষ উদ্ধার এমফোরা প্রত্নতাত্ত্বিক প্রত্নতত্ত্ব
খবরটি শেয়ার করুন