শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

যেভাবে মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা চালু করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ভূমিকম্পের যথাযথ পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও, ফোনের সেটিংস থেকে খুব সহজেই অ্যালার্ট সিস্টেম চালু করে ভূমিকম্প সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যেতে পারে।

ডিসেম্বরের দুই তারিখ সকাল সাড়ে নয়টার দিকে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে দেশের কিছু অংশ কেঁপে ওঠে। আর ভূমিকম্পের পরপরই তাৎক্ষণিক পাওয়া অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই।

ভূমিকম্পের যথাযথ পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও, ফোনের সেটিংস থেকে খুব সহজেই এই অ্যালার্ট সিস্টেম চালু করে ভূমিকম্প সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যেতে পারে।

অ্যান্ড্রয়েডে ভূমিকম্প সতর্কতা যেভাবে চালু করবেন

১. আপনার ফোনের সেটিংস অপশনে যান।

২. 'সেফটি অ্যান্ড ইমারজেন্সি' তে ক্লিক করুন।

৩. সেখান থেকে 'আর্থকোয়াক অ্যালার্ট' অপশনে ক্লিক করুন।

৪. এ পর্যায়ে আপনাকে 'লোকেশন' চালু করার (যদি ইতোমধ্যে চালু না থাকে) কথা জানানো হবে।

 কোনো কোনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে সেফটি অ্যান্ড ইমারজেন্সি অপশন নাও থাকতে পারে। সে ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১.আপনার ফোনের সেটিংস অপশনে যান।

২. 'লোকেশন' এ ক্লিক করুন।

৩. 'আর্থকোয়াক  অ্যালার্ট' অপশন পেতে নিচে স্ক্রল করুন।

আর্থকোয়াক অ্যালার্ট বা 'ভূমিকম্প সতর্কতা' চালু ও ব্যবহারের জন্য মোবাইল ফোনে ডেটা বা ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে। এ ছাড়া, লোকেশন ও অন রাখতে হবে।

মনে রাখবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ১২ এর নিচের কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তবে এই ধাপগুলো ভিন্ন হতে পারে৷

আরো পড়ুন : ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

তবে সাধারণত বেশিরভাগ আধুনিক অ্যান্ড্রয়েড মডেল বা গুগল প্লে স্টোর সমর্থিত ফোনে এই ধাপগুলো প্রায় একইরকম থাকে।

আইফোনে ভূমিকম্পের সতর্কতা চালু করবেন যেভাবে

আপনি যদি আইফোন ব্যবহার করেন তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. 'সেটিংস এ যান।

২. 'নোটিফিকেশন' এ ক্লিক করুন।

৩.'ইমারজেন্সি অ্যালার্টস' পেতে নিচে স্ক্রল করুন।

৪. অপশনটি টগল করে সতর্কতা চালু বা বন্ধ করুন।

 ফোনে ভূমিকম্পের সতর্কতা যেভাবে কাজ করে

ভূমিকম্পের সতর্কতা চালু থাকলে আপনি যেখানে আছেন তার কাছাকাছি স্থানে ভূমিকম্প শনাক্ত হলেই আপনার কাছে বার্তা পাঠানো হবে।  সতর্কতায় ভূমিকম্পের আনুমানিক মাত্রা এবং আপনার অবস্থান থেকে ভূমিকম্পের দূরত্ব উল্লেখ থাকবে। সতর্কতা বার্তা ভূমিকম্প শুরু হওয়ার আগে, চলাকালীন বা পরে পাঠানো হয়।

ফিচারের নির্দেশনা অনুযায়ী, ব্যবহারকারীর অবস্থান ব্যবহার করে কাছাকাছি ৪ দশমিক ৫ এবং তার বেশি মাত্রার ভূমিকম্প সম্পর্কে অনুমিত তথ্য পাঠায় মোবাইল ফোন।

মনে রাখতে হবে, ভূমিকম্পের মাত্রা এবং কম্পনের তীব্রতার তথ্যে সামান্য ত্রুটি থাকতে পারে।

এস/ আই.কে.জে/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250