সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

ঢাকা-৩ আসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে বেসরকারি ফলাফলে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ। নৌকা মার্কায় তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে মনির সরকার পেয়েছেন ২ হাজার শ’ ৩৪ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৯ হাজার ৯২৯ ভোট। 

রোববার (৭ই জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এই ফলাফল ঘোষণা করেন।   

জয়ের পর এক প্রতিক্রিয়ায় নসরুল হামিদ বলেন, এখানকার মানুষ জানে আমরা গত ১৫টি বছর অক্লান্ত পরিশ্রম করছি। তার ফলাফল আমরা এখন দেখছি। প্রধানমন্ত্রী কেরানীগঞ্জকে সবসময় অন্য চোখে দেখেছেন। আমরা এই উন্নয়নের ধারাবাহিকতাটা রাখতে চাই। শিক্ষার হার যেখানে ২৫ পারসেন্ট ছিল সেখানে ৮৫ পারসেন্ট হয়ে গেছে। স্কুল কলেজ- রাস্তা ঘাটের উন্নতি হয়েছে। মানুষ ভোটে তার প্রতিফলন দেখিয়েছে। 

তিনি আরও বলেন, এই ধারাটাকে আমরা ধরে দেখতে চাই। কেরানীগঞ্জের প্রতিটি ভোট কেন্দ্রে নতুন প্রজন্মসহ সকল ভোটাররা ভোট দিতে এসেছে। কেরানীগঞ্জের উন্নয়ন দেখে তারা নৌকায় ভোট দিয়েছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারা ধরে রাখতে এই আসনে নৌকার জয়। 

এবারের ভোটে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ২৪টি। এরমধ্যে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৮৩১টি। মোট ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮৫৫টি। মোট ভোট কাউন্ট হয়েছে ৪১.৭০ শতাংশ।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

ওআ/

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250