মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান *** গুটি কয়েক নেতার অপরাধে আ.লীগের নিবন্ধন বাতিল করা যাবে না : অ্যাটর্নি জেনারেল *** ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবে না এস আলম পরিবার *** তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী *** আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু *** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে *** পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি *** বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে আজ শুরু হচ্ছে ট্রেন চলাচল *** সহসাই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে না : বিইআরসি চেয়ারম্যান

ইরানে আরো কঠোর হচ্ছে হিজাব আইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির আইনপ্রণেতারা সংসদে একটি নতুন বিল পাস করেছেন। বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রতিদেবেদনে বলা হয়েছে, সংসদ ট্রায়াল সময় হিসেবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে।

নতুন পাস হওয়া খসড়া আইনে বলা হয়েছে, বিদেশি বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

তবে, বিলটি আইনে পরিণত করতে এখনও ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

ইরানের অনেক নারী গত বছরের গণবিক্ষোভের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাক কোডকে ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করে চলেছে। তারা মাথা না ঢেকে এবং শালীন পোশাক না পরেই চলাফেরা করছে।

২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পরে ওই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আমিনিকে ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

ওই বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ শত শত লোক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

এসকে/ 

ইরান নারী হিজাব আইন

খবরটি শেয়ার করুন