মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তি নিয়ে হাইকোর্টের রুল *** গুটি কয়েক নেতার অপরাধে আ.লীগের নিবন্ধন বাতিল করা যাবে না : অ্যাটর্নি জেনারেল *** ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলতে পারবে না এস আলম পরিবার *** তিন হাজার ৫৬৭ বন্যার্তকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী *** আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু *** ফারাক্কার গেট খুললেও বাংলাদেশে শঙ্কার কারণ নেই : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র *** ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে *** পুলিশে বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি *** বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে আজ শুরু হচ্ছে ট্রেন চলাচল *** সহসাই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে না : বিইআরসি চেয়ারম্যান

কার্গো জাহাজে গুলির ঘটনায় ফের কৃষ্ণসাগরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

কৃষ্ণসাগরে ইউক্রেন অভিমুখে যাওয়া একটি কার্গো জাহাজে রুশ বাহিনীর গুলির ঘটনাকে কেন্দ্র করে ফের সেখানে  উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেন রুশ বাহিনীর ব্যাপারে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। দেশটির অভিযোগ, রুশ হামলার এরকম ঘটনার মধ্য দিয়ে কৃষ্ণসাগরে নৌযান চলাচল নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় রাশিয়া। এরপর রাশিয়া ঘোষণা দেয়, কৃষ্ণসাগর হয়ে ইউক্রেন অভিমুখে যাওয়া যেকোনো জাহাজকে তারা সামরিক স্থাপনা হিসেবে বিবেচনায় নিয়ে হামলা চালাবে।

এই ঘোষণার পর গত রোববার (১৩ আগস্ট) ইউক্রেনের ইজমাইল বন্দর অভিমুখী তুরস্কের একটি কার্গো জাহাজকে সতর্ক করতে গুলিবর্ষণ এবং পরে জাহাজটিতে তল্লাশি চালায় রাশিয়ার নৌবাহিনী। গতকাল সোমবার (১৪ আগস্ট) রাশিয়ার এ ধরনের আচরণের নিন্দা জানায় ইউক্রেন। এব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব পদক্ষেপের মধ্য দিয়ে কৃষ্ণসাগরে নৌযান চলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে রাশিয়া।

এ ছাড়া রোববার দিবাগত রাতে ওদেসা অঞ্চলে তিন দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সব কটি হামলাই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। 

এব্যাপারে সোমবার (১৪ আগস্ট) বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের ‘অপারেশনাল কমান্ড সাউথ’ বলেছে, রাতে ১৫টি ড্রোন এবং সাগর থেকে নিক্ষেপ করা ৮টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে ওদেসা অঞ্চলে তিন দফা হামলা চালায় শত্রুরা। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সব কটি হামলা প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ছাত্রাবাস ও একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাশিয়ার সাম্প্রতিক হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যে অপরাধ করেছে, তার সমুচিত জবাব দেওয়া হবে।

এম.এস.এইচ/

রাশিয়া-ইউক্রেন

খবরটি শেয়ার করুন