বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

চীনা অপহরণের শিকার পঞ্চেন লামার মুক্তি দাবি তিব্বতিদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৫০ জন তিব্বতি টরোন্টোর কানাডিয়ান কালচারাল সেন্টারে ১৯৯৫ সালে অপহৃত ১১তম পঞ্চেন লামার ৩৪তম জন্মদিন উদযাপন করতে জড়ো হন। একইসাথে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কানাডার হাউস অব কমন্সের সদস্য জেমস মেলোনি, প্রাদেশিক সংসদ সদস্য ভুটিলা কার্পোচে এবং সিটি কাউন্সিলর।

তারাও পঞ্চেন লামার মুক্তির ব্যাপারে সমর্থন প্রদান করেন। জেমস মেলোনি ছয় বছরের শিশুকে অপহরণের ঘটনাটিকে অকল্পনীয় বলে আখ্যা প্রদান করেন।

দালাই লামার প্রতিও সমর্থন প্রকাশ করেন মেলোনি। তিনি দালাই লামার শান্তিবার্তার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করে জানান যে দালাই লামার উপর আক্রমণের অর্থ হলো সমগ্র তিব্বতের জনগণের উপর আক্রমণ।

পঞ্চেন লামার আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

পঞ্চেন লামাকে তিব্বতি বৌদ্ধধর্মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অপহরণের পর তিনি কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না সে বিষয়েও কোন তথ্য প্রকাশ করেনি চীন।

১৯৯৫ সালের ১৪ মে, গেদুন চোয়েকি নাইমাকে ১৪তম দালাই লামা একাদশ পঞ্চেন লামা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এর তিনদিন পরেই পঞ্চেন লামাকে অপহরণ করা হয় এবং আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় নি।

এখানেই চীনাদের নিষ্ঠুরতা থেমে থাকে নি। তারা নিজের মনের মতো করে অন্য আরেকজনকে পঞ্চেন লামা হিসেবে নিযুক্ত করে এবং তিব্বতিদেরকে তাদের মনোনীত পঞ্চেন লামাকে মেনে নিতে বাধ্য করে।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

দালাই লামা চীন তিব্বত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন