সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জোরে গাড়ি চালিয়ে জরিমানা এক কোটি ৩৮ লাখ টাকা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের আলান্ড আইল্যান্ডসের এক বাসিন্দা নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোয় তাকে এক লাখ ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা।

আলান্ড আইল্যান্ডসে একজন চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়ে থাকে। যে ব্যক্তিকে এবার জরিমানা করা হয়েছে তার নাম আন্দার্স ভিকলফ। তিনি সম্ভবত ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তাকে সেখানে ‘রাজা’ নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তার ব্যবসা রয়েছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা হচ্ছে আলান্ড আইল্যান্ডস।

সেখানকার স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ জানিয়েছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে।

আরো পড়ুন: বিয়ে করলেন জর্ডানের যুবরাজ

এর আগে ২০১৮ সালে একই অপরাধে আন্দার্স ভিকলফকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল। তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

সূত্র: ডয়চে ভেলে

এম এইচ ডি/আইকেজে 

ইউরোপ জরিমানা আজব খবর ভিন্ন স্বাদের খবর বিশ্ব সংবাদ ডেনমার্ক গাড়ি

খবরটি শেয়ার করুন