বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

শহরের কোলাহলময় জীবন থেকে নির্জন দ্বীপে থাকতে কি কারো ইচ্ছে হয়? এমন যদি কেউ থেকে থাকেন, তাহলে এবার তার জন্য এক বিরাট সুখবর। মাত্র (!) ২ কোটি টাকায় বিক্রি হবে অগভীর সাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ। সেখানে এখনো কোনো ঘরবাড়ি-অবকাঠামো তৈরি হয়নি। অর্থাৎ, সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আস্ত একটা ভূখণ্ড।

দ্বীপটির অবস্থান স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে। নাম বারলোকো। এর বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে দেড় লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯৮ লাখ টাকা প্রায়। সাগরের মধ্যে সবুজ ঘাস ও পাথরে ঢাকা দ্বীপটির আয়তন প্রায় ২৫ একর। কিন্তু সেখানে কোনো ভবন নেই। কেবল একটি পুকুর রয়েছে, যা শীতের মাসগুলোতে গবাদিপশু ও বন্যপ্রাণীর জন্য খাওয়ার পানি সরবরাহ করে। দ্বীপ বিক্রির বিষয়টি পরিচালনাকারী এজেন্ট গ্যালব্রেথ গ্রুপের অ্যারন এডগার এক বিবৃতিতে বলেছেন, নিজের একটি স্কটিশ দ্বীপ থাকার সঙ্গে খুব রোমান্টিক অনুভূতি জড়িত, যেখানে আপনি দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে বাঁচতে এবং চারপাশের সুন্দর দৃশ্যে কিছুটা প্রশান্তি উপভোগ করতে পারেন।

তবে ক্রেতাকে অবশ্যই জনজীবন থেকে বিচ্ছিন্ন থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ বারলোকো দ্বীপ থেকে সবচেয়ে কাছের শহরও প্রায় ছয় মাইল দূরে এবং নিকটতম রেলস্টেশন ঐ শহরটি থেকেও এক ঘণ্টার বাসযাত্রার দূরত্বে অবস্থিত। লন্ডন ও এডিনবার্গ শহর থেকে বারলোকো দ্বীপের দূরত্ব যথাক্রমে ৩৫০ ও ১০০ মাইল। দ্বীপটিতে অবকাঠামো নির্মাণের জন্য আজ পর্যন্ত কেউ অনুমতি চায়নি। তাই অবকাঠামো উন্নয়ন সম্ভাবনা তদারকির দায়িত্ব ক্রেতার নিজের ওপরই বর্তাবে। 

সূত্র: সিএনএন

এম/

আরো পড়ুন:

সুদান বাংলাদেশিদের সরালো সৌদি আরব
 

নির্জন দ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন