বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনারস মিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণভাবে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনারস মিট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । মুনাফার প্রবৃদ্ধি, ব্যবসা কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সম্মেলনে।

যমুনা ফিউচার পার্কের নিচতলায় মহল অডিটোরিয়ামে এ আয়োজন হয় বলে যমুনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকবো’ এই স্লোগান সামনে রেখে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ব্যবসায় মুনাফার প্রবৃদ্ধি, কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ অনুষ্ঠানে।

সারাদেশ থেকে আসা যমুনা ইলেকট্রনিক্সের ব্যবসায়িক অংশীজনরা সম্মেলনে অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পারিক সংযোগ, অংশীজনের সাথে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে যোগ দেন।

পার্টনারস মিটে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিভাগের পরিচালকসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, “যমুনার পণ্য দাম ও মানে সেরা। ডিলারদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করছি। আমরা আছি আমরা থাকব, ইনশাআল্লাহ।“    

যমুনা ইলেক্ট্রনিক্সের হেড অফ বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, “আমরা আমাদের জায়গা থেকে ডিলারদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। গ্রাহকদের কথা চিন্তা করে আমরা সাশ্রয়ী দামে পণ্য ও গুণগত মানের দিকে বেশি নজর দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের ডিলাররা। ডিলারদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে যমুনা ইলেক্ট্রনিক্স বদ্ধপরিকর।“

আরো পড়ুন:  ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

অনুষ্ঠানে ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিলারদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

তাতে জাতীয়ভাবে প্রথম হয়েছে নাটোরের বনপাড়ার স্বপন ইলেক্ট্রনিক্স। দ্বিতীয় হয়েছে বগুড়ার শেরপুরের এস এম মাহির ইলেক্ট্রনিক্স। আর তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের নিউ মিতালি ইলেক্ট্রনিক্স। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জন ডিলারকে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে।

এম/


 

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পার্টনারস মিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন