সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন দিন পর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি কাটিয়ে   সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উৎপাদন শুরু হয়।

উৎপাদন হওয়া ২৬০ মেগাওয়াট  বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।  বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।  

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ২৬০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

ওআ/

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

খবরটি শেয়ার করুন