শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইনিংসে তিন সেঞ্চুরি, ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

৫০ ওভারে ৪২৮ রান। বিশ্বকাপ ক্রিকেটের ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এটাই। ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। রানের পাহাড় গড়ে বিশ্বকাপে নিজেদের আগমনের জানানটাও ভালোভাবেই দিয়েছে প্রোটিয়ারা।

শনিবার (৭ অক্টোবর) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের রেকর্ড সংগ্রহকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের মালিক হয়েছে টেম্বা বাভুমার দল। 

বড় সংগ্রহের পেছনে প্রোটিয়াদের কারিগর হিসেবে ছিলেন ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক এবং অ্যাডেইন মার্করাম। তিনজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথমবার একই দলের তিন ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড। 

দিল্লীতে এদিন শুধু টসটাই জিতেছে শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে প্রথম উইকেটটাও দুই ওভারের মধ্যেই পেয়ে গিয়েছিল লঙ্কানরা। তবে এরপরই শুরু বিপর্যয়ের। ৩০ ওভারের আগ পর্যন্ত আর কোনো উইকেট তুলতে পারেনি দাসুন শানাকার দল।

সুযোগটা ভালোভাবেই নিয়েছে আফ্রিকানরা। ডি কক এবং ফন ডুসেন মিলে দ্বিতীয় উইকেটে গড়েছেন ২০৪ রানের জুটি। ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রান করে আউট হন ডি কক। সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি ফন ডুসেনও। ১১০ বলে ১০৮ রান করে ফিরেছেন ভেল্লালাগের বলে। 

আরো পড়ুন: তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি এখন সাকিব

তবে রানের গতি কমার বদলে উল্টো বেড়েছে। মার্করাম-ক্লাসেনের ৭৮ রানের জুটিতে শেষদিকে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। ক্লাসেন ৩২ রান করে আউট হলেও মার্করাম গড়েন ইতিহাস। মাত্র ৪৯ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হন তিনি।

১৪ চার ও তিন ছক্কায় ৫৪ বলে ১০৬ রান করে মাদুশঙ্কার বলে আউট হন মার্করাম। শেষদিকে ডেভিড মিলার এবং মার্কো জেনসেনের ক্যামিও ইনিংসে ৫ উইকেটে ৪২৮ রান করে থামে দক্ষিণ আফ্রিকা। তাতে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে বাভুমার দল। 

এসকে/ 

রেকর্ড ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ সংগ্রহ

খবরটি শেয়ার করুন