বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

কিডনি নষ্ট হওয়ার ইঙ্গিত কিভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিডনি হয়তো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। কিন্তু আপনি সচেতনতার অভাবে তা ধরতে পারছেন না। আপনার প্রতিদিনের জীবনযাপনের ধরনই বলে দেয়, আপনি কতটা সুস্থ থাকবেন। আপনার খাদ্যাভ্যাস, জীবনযাপনে তাই পরিবর্তন আনা জরুরি। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে কিডনির সমস্যার বিষয়ে সতর্ক থাকা যায়। মিলিয়ে নিন, আপনার শরীরেও এসব সমস্যা দেখা দিচ্ছে কি না। তাহলে কিডনির বিষয়ে সতর্ক হোন-

বার বার প্রস্রাব

অনেকেরই এই সমস্যা রয়েছে। একবার প্রস্রাব করে আসার কিছুক্ষণ পরেই আবার প্রস্রাব পেয়ে যায়। বার বার প্রস্রাব করা হতে পারে কিডনির সমস্যার অন্যতম লক্ষণ। কারণ আমাদের কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না তখন প্রস্রাবের হার বেড়ে যায়। যে কারণে একবারে ঠিকভাবে প্রস্রাব বের হয় না। তাই বার বার প্রস্রাবের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার কি কোনো কারণ ছাড়াই বমি বমি লাগে? এরকমটা হলে সতর্ক হোন। কারণ কিডনি বিকল হয়ে গেলে তখন শরীর থেকে সব টক্সিন বা ক্ষতিকর পদার্থ প্রস্রাবের সঙ্গে বের হতে পারে না। কিডনির সমস্যার কারণে শরীরেই সেই ক্ষতিকর পদার্থগুলো জমা হতে থাকে। সেখান থেকেই দেখা দিতে পারে বমি বমি ভাব।

হঠাৎ ওজন কমে যাওয়া

হঠাৎ করেই যদি ওজন অনেকটা কমে যায় তবে হতে পারে তা কিডনি নষ্ট হওয়ার অন্যতম লক্ষণ। কারণ কিডনি ধীরে ধীরে খারাপ হতে শুরু করলে শরীরের ওজনও একই অনুপাতে কমতে থাকে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে উদাসীন না থেকে গুরুত্বের সঙ্গে দেখুন। দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরো পড়ুন: মাতৃ স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা বিষয়ক কর্মশালা
 

পা ফুলে যাওয়া

কিডনির সমস্যা দেখা দিলে তার লক্ষণ ফুটে ওঠে পায়েও। কারণ তখন পা ফুলে যায়। এতে শরীরে সোডিয়াম জমতে শুরু করে। 


এই সমস্যা বেশি দেখা যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। তাই পা ফোলার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও যদি সারাক্ষণ মাথা ব্যথা লেগে থাকে, ঘুম কমে যায়, শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দেয় তবে সতর্ক হোন। কারণ এগুলোও জানাতে পারে আপনার কিডনি নষ্ট হওয়ার সংকেত।

এসি/

 

কিডনি ইঙ্গিত বুঝবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন