শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার আগমন উপলক্ষে খুলনায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নির্মাণ করা হচ্ছে মঞ্চ- ছবি: সংগৃহীত

খুলনা সার্কিট হাউজ মাঠে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের জনসভা মঞ্চ। এ মঞ্চে দাঁড়িয়েই ১৩ নভেম্বর প্রধান অতিথির ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভা মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তোরণ, ফেস্টুন আর ব্যানারে। যে দিকে তাকানো যাবে, সেদিকেই  চোখে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনায় স্বাগত জানিয়ে টানানো বিশাল বিশাল তোরণ, ব্যানার আর ফেস্টুন। পুরো নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রধান শেখ হাসিনার খুলনায় আগমন একটা বিশাল ব্যাপার। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে ছুটে যাচ্ছেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের দিন যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও তত বাড়ছে। ১৩ নভেম্বরের জনসভা সফল করতে এবং বিপুল জনসম্পৃক্ততা বাড়াতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে চলেছেন। প্রধানমন্ত্রী খুলনার উন্নয়নে সব সময় আন্তরিক। তার এই খুলনায় আগমন আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে অনেক বড় ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, জনসভার আগে প্রধানমন্ত্রী খুলনার ২২টি প্রকল্প উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলোর তালিকা আগেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আই. কে. জে/

শেখ হাসিনা

খবরটি শেয়ার করুন