বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা : ধারা অনুযায়ী যা যা করতে পারবে সেনাবাহিনী *** ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী *** অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান *** ৪৩তম বিসিএস : স্বাস্থ্য পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদনের পরই নিয়োগ *** নিহত পরিবারকে ক্ষতিপূরণ, আশুলিয়ায় শনিবার থেকে বন্ধ কারখানা চালু *** ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ টাকা *** সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত *** কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা, জানে না অন্তর্বর্তী সরকার *** বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক *** জীবিকা সংকটে শান্তিপ্রিয় খুমিরা || দরকার বিত্তবানদের সহযোগিতা

‘অস্বীকৃতি’ দিয়ে মরক্কো জয় করল ডুমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন মৌসুমী মৌ - ছবি: ফেসবুক থেকে নেওয়া

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ।

মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। মোট ৭টি ক্যাটাগরি ছিল দেওয়া হয় পুরস্কার।

এতে বেস্ট কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছে ইতালি, বেস্ট সিনোগ্রাফি ইতালি, বেস্ট ফিমেল অ্যাক্টর যৌথভাবে মরোক্কো বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ (মৌসুমী মৌ ও মরোক্কো সামিয়া এলয়াসুলি) , বেস্ট ডিরেক্টর জার্মানি,  বেস্ট স্ক্রিপ্ট রাইটার মরোক্কো দ্য স্পেশাল প্রাইস অব জুরি।


মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) এর প্রতিনিধিদল - ছবি: সংগৃহীত

 অস্বীকৃতি’ রচনা ও নির্দেশনায় আছেন শাহরিয়ার শাওন। অভিনয় করেছেন মৌসুমী মৌ, মো. মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান।

মৌয়ের হাতে সেরা পারফরমারের পুরস্কার তুলে দেওয়ার সময় পাশে ছিলেন বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।


মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে আয়োজকদের সঙ্গে পুরস্কাপ্রাপ্তরা - ছবি: সংগৃহীত

মরক্কো থেকে মেহেদী হাসান সোহান সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা আমাদের সেরা পারফরম্যান্স টাই করার চেষ্টা করেছি। মনে মনে আশাও ছিলো কোনো একটা পুরস্কার পাবো। আর যখন বেস্ট ফিমেল পারফরমার নমিনী ঘোষণা করলো তখন মৌসুমি আপুর নাম শুনে এত আনন্দ লাগতেছিল যা বলো বোঝানো যাবে না। অবশেষে যখন বেস্ট ফিমেল পারফরমার আমাদের তখন পুরা অডিটোরিয়াম জুড়ে বাংলাদেশ-বাংলাদেশ রব। আমাদের প্রশংসা করেছে সবাই। এই আমাদের অনেক বড় একটি অর্জন। এই অর্জন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের, পুরো বাংলাদেশের।’

আরো পড়ুন: জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার জন্মদিন আজ

গত বৃহস্পতিবার ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা’ এবং ‘অতঃপর, সুবোধ পালাবে না আর’-চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি পরিবেশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। মাইম অ্যাকশন ও মূকাভিনয়ের একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে পরিবেশিত হয়েছে প্রযোজনাটি। ২৪ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব শেষ হয় আজ।

মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে আয়োজকদের সঙ্গে পুরস্কাপ্রাপ্তরা

এম/


মরক্কো মৌসুমী মৌ ঢাকা ইউনিভার্সিটি

খবরটি শেয়ার করুন