বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমছে, ঘোষণা শীঘ্রই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় করতে গিয়ে বাংলাদেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম কিছুটা কমবে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি সপ্তাহেই জ্বালানি তেলের দাম পুন:নির্ধারণের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (৫ই মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানির দাম সাশ্রয়ী পর্যায়ে রাখতে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। এরইমধ্যে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। চলতি সপ্তাহ থেকেই জ্বালানির দাম ডায়নামিক প্রাইসের দিকে যাবে। জ্বালানির ক্ষেত্রে একটা সাশ্রয়মূল্যে আমরা সমন্বয় করতে পারব।

বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রেখে তেলের দাম নির্ধারণ করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এরইমধ্যে আমরা অনুমোদন পেয়েছি। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।

তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা শঙ্কা থাকে- এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা নজরে রেখেছি। বাংলাদেশে তেলের দাম ডিজেল প্রতি লিটার ১০৯ টাকা। কলকাতাতে সেটা ১৩৩ টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি।

আরও পড়ুন: সব ধরনের জ্বালানি তেলের দাম কমবে

তেল আরেকটু সাশ্রয়ী হলে আরও বেশি পাচারের শঙ্কা থাকে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নজরদারির মধ্যে থাকবে। তেল চুরি প্রতিরোধের বিষয়ে ডিসিদের সহযোগিতার কথা বলা হয়েছে।

তেলের পরিমাণ কম দেয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, প্রতিটি পেট্রোল পাম্পে আমরা জিআইএস স্থাপন করা হয়েছে। সেগুলো আমরা লক্ষ্য করব।

এসকে/ 


জ্বালানি তেল দাম কমছে

খবরটি শেয়ার করুন