সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৭৩ বছরের ইতিহাস ভেঙে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

৭৩ বছরের ইতিহাসে এবারই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। যার হাত ধরে দেশটি এই প্রথা ভাঙতে যাচ্ছে তিনি সৌদির তরুণ মডেল রুমি আলকাহতানি। দেশটির প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন তিনি।

নিজের কিছু আবেদনময়ী ছবি পোস্ট করে সোমবার (২৫শে মার্চ) নিজের ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন রুমি। 

ছবির সঙ্গে তিনি লিখেছেন, মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব।

আরো পড়ুন: ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন বাংলাদেশের যে তারকারা

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী একাধিক সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছেন রুমি। বিজয়ী হয়েছেন সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায়।

মডেলিংয়ের পাশাপাশি একজন ইনফ্লুয়েন্সারও রুমি। ইন্সটাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ১০ লাখেরও ওপরে। এছাড়া ফেসবুক, এক্সেও তার ফলোয়ারের সংখ্যা লাখ ছাড়িয়ে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি পছন্দ করেন ঘোরাঘুরি। সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যান।

এসি/ আই. কে. জে/


মিস ইউনিভার্স সৌদি সুন্দরী

খবরটি শেয়ার করুন