আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ। ছবি: সংগৃহীত
অনুদান হিসেবে বাংলাদেশকে ৫০ লাখ ইউরো সমমূল্যের অর্থ দেবে 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন' (আইওএম)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৫ই এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আইওএমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ই এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও আইওএম বাংলাদেশের মিশনের প্রধান ল্যান্স বনেউ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডি ও জাতিসংঘের প্রতিনিধিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টেংগেথান সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভ মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রিনটিগ্রেশন’ (উন্নত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনরায় একত্রীকরণের জন্য শক্তিশালী পরিষেবা সরবরাহব্যবস্থা) শীর্ষক প্রকল্পের জন্য এ চুক্তি হয়। আইওএমের চার বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়নে ফান্ডের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।
এইচ.এস/