বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

শুটিংয়ে আহত হননি শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এ মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শনিবার (১৯শে জুলাই) শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।

গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাকে আমেরিকায় পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।

তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।

শাহরুখ খান আমেরিকার চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝেমধ্যেই আমেরিকায় যান। তার এবারের আমেরিকা সফর তার নিয়মিত চিকিৎসার একটি অংশ।

এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ আমেরিকায় গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তার ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।

জে.এস/

বলিউড শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন