বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

তালের পোয়া পিঠার স্বাদ নিয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই সময় বাজারে প্রবেশ করলেই দেখা মিলছে পাকা তালের। আর এর সুঘ্রাণ নাকে লাগলেই মনটা যেন পিঠা পিঠা করে ওঠে। মন ফিরে যেতে চায় সেই শৈশবে। মা-কাকিদের হাতের তৈরি সেই তালের বড়া কিংবা কলাপাতায় তাল পিঠা খাওয়ার লোভ হয় বড়। কিন্তু সেসব দিন এখন কেবলই স্মৃতি। এখন তো আমাদেরই বড়বেলা। তাই দায়িত্বও অনেক। শত কাজের ভিড়ে নিজের জন্য, পরিবারের জন্য বিশেষ কিছু তৈরি করে খাওয়ারও যেন সময় মেলে না। তবু বিভিন্ন মৌসুমের ঐতিহ্যবাহী খাবারগুলো বছরে একবার হলেও পাতে থাকুক। তালের এই মৌসুমে তৈরি করতে পারেন সুস্বাদু তালের পোয়া পিঠা। রেসিপি বেশ সহজই। চলুন তবে জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

সুজি- ১ কাপ

তালের রস- ১ কাপ

চিনি- ১ কাপ বা স্বাদমতো

আরো পড়ুন : জিমে না গিয়েও যেভাবে দ্রুত ওজন ঝরাবেন

লবণ- এক চিমটি

পানি- পরিমাণমতো

তেল- ভাজার জন্য পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে শুকনো উপকরণ অর্থাৎ ময়দা ও সুজি মিশিয়ে নিতে হবে। এবার তালের রসের সঙ্গে প্রথমে চিনি মিশিয়ে নিয়ে পরে ময়দা ও সুজি দিয়ে দিন। এক চিমটি লবণও দিন। দেড় কাপের মতো হালকা গরম পানি নিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিন। পানি পরিমাণমতো দেবেন। এরপর হাত দিয়ে বা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন। গোলা খুব বেশি ঘন বা পাতলা হবে। এভাবে মিনিট বিশেক রেখে দিন। 

এবার ভাজার জন্য একটি গোল কড়াই চুলায় বসান। তাতে তেল গরম হতে দিন। গোল ডালের চামচ বা মেজরমেন্ট কাপের সাহায্যে একটি একটি করে পিঠার গোলা তেলে ছেড়ে দুই পিঠ উল্টে ভেজে নিন। একটি ঝাঁঝরি চামচের সাহায্যে তুলে কিচেন টিস্যুর উপর রেখে পিঠার বাড়তি তেল ঝরিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

এস/ আই.কে.জে


তালের পোয়া পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন