রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও নিচু এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন।

শনিবার (৩১শে আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে কিছু মানুষজন নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন। 

অন্যদিকে জেলার ১ হাজার ২৬৯ আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩১ হাজার ২৬৩ জান মানুষ আশ্রয় নিয়েছেন। 

জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, গত ১২ ঘণ্টায় সদর উপজেলায় ১ সেন্টিমিটার পানি কমেছে। বেগমগঞ্জ উপজেলায় ৩ সেন্টিমিটার পানি কমেছে। অন্যান্য উপজেলায়ও পানি কমছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, নোয়াখালী জেলায় পানিবন্দি প্রায় ২২ লাখ মানুষ। সরকারিভাবে খোলা হয়েছে ১ হাজার ৩৮৯টি আশ্রয়কেন্দ্র। ২ লাখ ৫৯ হাজার জন মানুষ এসব আশ্রয়কেন্দ্রে আছেন। সরকারি ত্রাণসামগ্রী সহায়তা হিসেবে এ পর্যন্ত ১৭১৮ মেট্রিক টন চাল, ৪৫ লাখ টাকা, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গো খাদ্য বিতরণ করা হয়েছে।

ওআ/কেবি

বন্যা

খবরটি শেয়ার করুন