বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

২৭ বছর পর আমির খানের কণ্ঠে গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আমির খান। ছবি: সংগৃহীত

আমির খানের ‘গুলাম’ সিনেমার শুটিং ততদিনে ৯০ শতাংশ শেষ। পরিচালক নীরাজ ভোরা একদিন এসে আমিরকে জানান, এক বন্ধু তার সঙ্গে দেখা করতে চায়। আমিরের সম্মতি পেয়ে গীতিকার নীতিন রায়করকে নিয়ে আসেন নীরাজ। আমিরকে একটি গান শোনান নীতিন। গানটি খুবই ভালো লাগে আমিরের।

গুলামের পরিচালক বিক্রম ভাটকে আমির বলেন, ‘গানটি তো খুবই ভালো। আমাদের সিনেমার থিমের সঙ্গে একদম মিলে গেছে। গানটি আমাদের সিনেমায় ব্যবহার করা যেতে পারে। কী করা যায়!’

ডাকা হলো চিত্রনাট্যকার আঞ্জুম রাজাবলীকে। সবাই মিলে গানটির জন্য নতুনভাবে একটি দৃশ্য তৈরি করলেন। শুটিং হলো। আমির খান প্রথমবারের মতো নিজেই কণ্ঠ দিলেন গানে। সেই গানটিই ‘আতি কেয়া খান্ডালা’।

গুলাম সিনেমা তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

আমির খান বলেন, ‘আতি কেয়া খান্ডালা গেয়েছিলাম মজার ছলে। আমি সৌভাগ্যবান যে, এটা জনপ্রিয় হয়েছিল। গত কয়েক বছর ধরে আমি গানের প্রশিক্ষণ নিচ্ছি। একটি কমেডি সিনেমার জন্য দুটি গান গাইব। বাসু চ্যাটার্জি কিংবা ঋষিকেশ মুখার্জি ঘরানার সিনেমা হতে চলেছে এটি। যে ধরনের সিনেমা এখন তৈরি হয় না বলিউডে। নির্মল হাসির সিনেমা।’

আমির জানান, এ সিনেমায় তিনি মূল চরিত্রে নয়, অভিনয় করবেন একটি অতিথি চরিত্রে। তবে গুরুত্বপূর্ণ চরিত্র। এতে রাম সম্পথের সুরে দুটি গানে কণ্ঠ দেবেন আমির খান। গান গাওয়ার জন্য অনেক দিন ধরে সুচেতা ভট্টাচার্যের কাছে গানের পাঠ নিচ্ছেন তিনি।

জে.এস/

বলিউড আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন