মঞ্চে ববি ভিলান। ছবি: সংগৃহীত
প্রায় প্রতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। পাঁচদিনের এ পারফর্মিং আর্টস উৎসবে সংগীত ছাড়াও স্থান পায় ডান্স, কমেডি, থিয়েটার, সার্কাস ও ক্যারাবেসহ বিভিন্ন আয়োজন। তবে সংগীতই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ। এবারের উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ২৫শে থেকে ২৯শে জুন। এ বছরের গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল শুধু সংগীতের জন্য নয়, স্মরণীয় হয়ে থাকল শক্তিশালী রাজনৈতিক বার্তার জন্যও। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ র্যাপ জুটি বব ভিলান। এ ব্যান্ডের দুই সদস্য ভোকাল ও গিটারিস্ট ববি ভিলান এবং ড্রামার বুবি ভিলানকে একত্রে ডাকা হয় বব ভিলান বলে। ২৮ জুন ছিল এ পাঙ্ক রক ও হিপহপ জুটির পারফরম্যান্স। তাদের পারফরম্যান্সের সময় মঞ্চে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা। পেছনের স্ক্রিনে বড় বড় করে লেখা ছিল প্রতিবাদী বার্তা— ‘ফ্রি প্যালেস্টাইন, জাতিসংঘ এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে, আর বিবিসি এটাকে বলছে সংঘাত।’
অনুষ্ঠানে র্যাপার বব ভিলান শোনায় ‘আই হেয়ার্ড ইউ ওয়ান্ট ইয়োর কান্ট্রি ব্যাক’, ‘গেট ইয়োরসেলফ আ গান’, ‘ড্রিম বিগ’, ‘হি ইজ আ ম্যান’সহ নিজেদের জনপ্রিয় কিছু গান। এক পর্যায়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শুরু করেন ববি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকরাও স্লোগান দিতে থাকেন।
এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বিরুদ্ধেও স্লোগান দেন ববি ভিলান। তার সঙ্গে গলা মিলিয়ে ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।
খবরটি শেয়ার করুন