শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে : স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ফাইল ছবি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশই বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। বাংলাদেশে আগের চেয়ে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে।

বৃহস্পতিবার (২৭শে জুন) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমেরিকা, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। আমরাও দুর্নীতিকে প্রশ্রয় দিই না। দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটা বড় প্রতিবন্ধকতা দাবি করে তিনি বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে। চাকরি অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেয়া হয়।

এইচআ/ 

দুর্নীতি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

খবরটি শেয়ার করুন