মঙ্গলবার, ৯ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এলেন শতবর্ষী রাজ্জাক মিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

জোর নেই হাতে-পায়ে। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। হাঁটার জন্য লাঠিই একমাত্র ভরসা। তারপরও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য লাঠি ভর করে ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী আব্দুর রাজ্জাক মিয়া। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহাখুশি এই বৃদ্ধ।

মঙ্গলবার (২১শে মে) সকাল ৯টায় এ চিত্রের দেখা মেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটারদের কোনও লাইন নেই। দু'একজন করে ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এরই মধ্যে ফাঁকা ভোটকেন্দ্রে লাঠি ভর করে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন আব্দুর রাজ্জাক মিয়া। লাঠি ভর করে হেঁটে কেন্দ্রে আসতে কষ্ট হচ্ছিল তার। দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা। তবে তাদের ধরতে নিষেধ করে এই বৃদ্ধ জানান, কিছুটা কষ্ট হলেও লাঠি ভর করে তিনি একাই চলাফেরা করতে পারেন। পরে একাই ভোট কক্ষে গিয়ে ভোট দেন তিনি।

আরো পড়ুন : দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যান ১১৫ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন

আব্দুর রাজ্জাক মিয়া জানান, ৪ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি। মেয়েদের বিয়ে হয়েছে অনেক আগেই। ছেলেরাও যার যার মতো সংসার করছেন। ছেলেরা তাকে খুব আদর যত্ম করেন। তার শরীর অসুস্থ। লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন না। তারপরেও তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। কারণ, তিনি মনে করেন পছন্দের প্রার্থীর জেতার জন্য তার একটি ভোটের অনেক মূল্য রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তিনি খুব খুশি হয়েছেন। তার পছন্দের প্রার্থী যাতে জিততে পারেন এই কামনা করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এস/ আই.কে.জে/

নির্বাচন ভোট রাজ্জাক মিয়া

খবরটি শেয়ার করুন