শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পূজার আগের দিন জমজমাট সরস্বতী প্রতিমার হাট

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সরস্বতী পূজা পালিত হবে। এ উপলক্ষে পুরান ঢাকায় বসেছে জমজমাট প্রতিমার হাট। দোকানে এবং অস্থায়ী হাটে এ সরস্বতী পূজার প্রতিমা কেনা-বেচা হচ্ছে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাতীবাজার, রায়সাহেব বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, আগামীকাল পূজার উৎসবকে কেন্দ্র করে এখানকার ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যস্ততা চোখে পড়ার মতো।

প্রতিমার হাটের অবস্থা জানতে চাইলে শাঁখারী বাজারের প্রতিমা বিক্রেতারা বলেন, গতকাল আর আজকের দিন মিলিয়ে প্রতিমা বিক্রি হবে সবচেয়ে বেশি। বিশেষ করে সন্ধ্যার আগে বিকেলে বেশি বিক্রি হয়। আশা করি আজকে অধিকাংশ প্রতিমাই বিক্রি হয়ে যাবে।

বিক্রেতারা আরও বলেন, পূজার সময় প্রতিমা বিক্রি করতে অনেক শান্তি পাই। এ প্রতিমাগুলো নিজেরাই তৈরি করি। নিজেদের দেবীকে নতুন রুপ দিতে অনেক আনন্দ, ব্যবসাটা উদ্দেশ্য না এখানে। ব্যবসার পাশাপাশি ধর্মীয় অনুভূতিটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে।

শাঁখারীবাজারে পূজার জন্য প্রতিমাসহ বিভিন্ন সামগ্রী কিনতে আসা এক দম্পতি জানান, বাসা থেকে বের হয়েছি পূজার জন্য সুন্দর একটা প্রতিমা কিনবো এবং প্রয়োজনীয় সবকিছু কিনবো বলে। অনামিকা বলেন, ইতোমধ্যে মূর্তি কিনেছি একটা দুই হাজার টাকা দিয়ে। আরও কিছু কিনবো জামাইকে নিয়ে।

আরেক দম্পতির কাছে সরস্বতী পূজার আমেজ জানতে চাইলে তারা বলেন, সব পূজার আনন্দই আলাদা। দেবী সরস্বতী আমাদের বিদ্যার দেবী। এজন্য আমাদের সন্তানরা যেন মেধাবী হয় তার কাছে এটাই আমাদের কামনা।

উল্লেখ্য, সনাতন ধর্ম মতে দুর্গার মেয়ে সরস্বতী। আর বিদ্যাদেবী হিসেবে সরস্বতী তাদের কাছে বিশেষভাবে পূজনীয়। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে, সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী আসেন ধরায়। এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায়, উপবাসে থেকে দেবীর নামে অঞ্জলী দিয়ে বিশেষ প্রার্থনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সনাতন ধর্ম মতে, বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজা।

সরস্বতী পূজার নিয়মের মধ্যে, সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হয়। তবে পূজার আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পূজার স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করে থাকেন হিন্দু ধর্মের সরস্বতী ভক্তরা। মূর্তির সামনে জলভর্তি ঘটি বসিয়ে তার ওপরে রাখতে হয় আম্রপত্র। এর পর তার ওপর পান পাতা রেখে দিতে হয়। পুজার স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে সাজিয়ে রাখা হয়।

এছাড়াও থাকে কুলসহ নানান প্রকারের ফল। কারণ কুলই সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পূজার আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই। বরং পূজার অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে এবং সরস্বতী মূর্তির এক পাশে রাখা হয় দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অর্পণ করা হয়। সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখা হয়ে থাকে। এরপর সরস্বতী পূজার মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করে থাকেন সনাতনী সমাজ।

এসকে/ আই. কে. জে/ 


প্রতিমা সরস্বতী পূজা

খবরটি শেয়ার করুন