বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

৫৫ বছর পর কানে ‘অরণ্যের দিনরাত্রি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল। সিনেমাটির ফোর-কে সংস্করণ এবার প্রদর্শিত হলো কান চলচ্চিত্র উৎসবে। সিনেমার প্রদর্শনী উপলক্ষে কানে হাজির ছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। খবর ফিল্মফেয়ারের।

১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির ৫৫ বছর পর এটিকে আবার ঝকঝকে করে তোলা হয়েছে। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯শে মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো। ছবির নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট।

প্রদর্শনীর দিন শর্মিমলা পরেছিলেন গাঢ় সবুজ শাড়ি। তার সঙ্গে ছিলেন মেয়ে সাবা পাতৌদি, যিনি পরেছিলেন ঝলমলে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক।

সিমি গাড়োয়াল হাজির হন শুভ্র সাদা গাউনে। লালগালিচায় দুজনকে সাদর স্বাগত জানান সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমেরিকান নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। বুনুয়েল থিয়েটারে প্রদর্শনীর পর দুই মিনিট দর্শকের স্ট্যান্ডিং ওবেশন পায় সিনেমাটি।

‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক আমেরিকান সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস অ্যান্ডারসন বলেন, সত্যজিৎ রায়ের যে কোনো কিছুকে সযত্ন সংরক্ষণ করা উচিত। তবে প্রায় ভুলতে বসা ‘অরণ্যের দিনরাত্রি’ যেন এক বিশেষ রত্ন।

শর্মিলা ও সিমির সঙ্গে তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায় ও পাহাড়ি সান্যাল প্রমুখ।

এইচ.এস/

শর্মিলা ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন