বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাটজিপিটি দিয়ে খুঁজে পেলেন জীবনসঙ্গী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি পেশাগত জীবনে চ্যাটজিপিটি আপনার একাধিক বিষয় সাহায্য করে থাকে। কিন্তু এবার এআই টুল চ্যাটজিপিটি মানুষের ব্যক্তিগত জীবনেরও অংশ হয়ে উঠেছে। আর মানুষের জীবনসঙ্গীও খুঁজে দিতে সাহায্য করছে। এমনকি চ্যাট করে সম্পর্ক তৈরি করতেও সাহায্য করছে। 

রাশিয়ান একটি সংবাদমাধ্যম জানায়, ২৩ বছর বয়সী সফ্টওয়্যার ডেভেলপার আলেকজান্ডার জাদান ডেটিং অ্যাপ টিন্ডারে ম্যাচ ফিল্টার করতে চ্যাটজিপিট ব্যবহার করেছিলেন। তিনি ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করার পরে, এআই কারিনা ইমরানোভনা নামে একটি মেয়েকে তাঁর জন্য উপযুক্ত ম্যাচ হিসাবে চিহ্নিত করে। 

আলেকজান্ডার জানান, নিখুঁত জীবিনসঙ্গী খুঁজে পেতে তাঁর প্রায় এক বছর মতো সময় লেগেছিল। 

আরো পড়ুন : চাঁদে নিজের কণ্ঠস্বরও শুনতে পান না নভোচারীরা, কিন্তু কেন?

এই যুবক বলেন, ‘আমি কীভাবে কথা বলি তা চ্যাটজিপিটিকে বলিনি। তাই প্রথমে কিছু সমস্যা ছিল, কারণ এই প্রোগ্রামটি আমাকে চিনত না। খুব শিশুসুলভ কথা বলতেন। কিন্তু পরে আমি এটিকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছিলাম যে এটি আমার কথা বলার ধরন অনুসারে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এই এআই বট খারাপ ম্যাচগুলোকে সরিয়ে দিয়েছে।’

আলেকজান্ডার বলেন, ২০২৩ সালের শেষের দিকে চ্যাটজিপিটি আমাকে কারিনাকে প্রস্তাব দিতে বলেছিল।  যদিও কারিনা জানতেন না যে আলেকজান্ডার তার সঙ্গে এআইয়ের সাহায্যে চ্যাট করছেন। কিন্তু যখন তিনি এটি সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন এটি তাঁর কাছে খুব বেশি পার্থক্য করেনি। 

সূত্র : আরআইএ নভোস্তি

এস/এসি

চ্যাটজিপিটি জীবনসঙ্গী

খবরটি শেয়ার করুন