সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দেশে যেভাবে পালিত হয় মা দিবস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস পালিত হয়। তবে দেশে দেশে মা দিবস পালনে ভিন্নতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কীভাবে পালিত হয় দিবসটি।

আমেরিকা: মা দিবস পালনের শুরুটা আমেরিকাতে। মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি ঘিরে দেশটিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আয়োজন থাকে। বছরের এই দিনে সন্তানরা মায়েদের সঙ্গে দেখা করতে আসে। পরিবারের সবাই একসঙ্গে মিলে রান্না করে। এ ছাড়া দিবসটিতে মায়ের পছন্দের বিভিন্ন উপহার দেয় সন্তানরা।

যুক্তরাজ্য: যুক্তরাজ্যে মা দিবস পালিত হয় ‘মাদারিং সানডে’ নামে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টারের সঙ্গে এই দিবসটির যোগসূত্র রয়েছে। ইস্টারের চতুর্থ রোববার মাদারিং সানডে পালিত হয়। এদিন প্রত্যেকে তাদের কোনো না কোনো খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। এ ছাড়া সবাই নিজের পরিবার–পরিজনের সাথে সময় কাটায়। মাদারিং সানডেতে মায়েদের শুভেচ্ছা জানানো এবং উপহার দেওয়ার মাধ্যমে মা দিবস পালন করে যুক্তরাজ্যবাসী।

আরো পড়ুন : মাকে ভালোবাসার দিন—বিশ্ব মা দিবস আজ

মেক্সিকো: মেক্সিকোতে মে মাসের ১০ তারিখে পালিত হয় মা দিবস। মেক্সিকান মায়েদের উপহার হিসেবে খাবার, ফুল ইত্যাদি দেওয়ার পাশাপাশি গানে গানে সম্মানিত করা হয়। সন্তানেরা এক হয়ে মায়ের জন্য গান করেন সেখানে।

ইথিওপিয়া: ইথিওপিয়াতে বর্ষাকালে কিংবা আগস্টের শেষে মা দিবস পালিত হয়। মায়েদের সম্মানার্থে তিন দিনব্যাপী উৎসব উদ্‌যাপন করা হয়। ইথিওপিয়ান পরিবারগুলোতে মায়েদের জন্য ছেলেমেয়েরা বিশেষ খাবার তৈরি করে।

ফ্রান্স: ফ্রান্সে মে মাসের শেষ রোববার মা দিবস পালিত হয়। দিবসটির ঐতিহ্যবাহী উপহার হলো ফুলাকৃতির কেক। দিনটিতে সন্তানেরা মায়েদের জন্য বিভিন্ন গল্প ও কবিতা লিখে থাকে। এর মাধ্যমে তারা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে।

সুইডেন: এই দেশে মে মাসের শেষ রোববার মা দিবস পালিত হয়। দিবসটিতে মাকে ফুল কিনে দেওয়া, মাকে নিয়ে পার্কে বেড়াতে যাওয়া এবং রেস্তোরাঁয় খাবার খেতে যায় সন্তানেরা।

জার্মানি: মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয় জার্মানিতে। এদিন মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সন্তানরা। বেশ আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্‌যাপিত হয় দেশটিতে।

জাপান: এই দেশে মা দিবস ‘হাহা নো হি’ নামে পরিচিত। মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয় দেশটিতে। এদিন সন্তানেরা ভোরে ঘুম থেকে উঠে চিঠি লিখে ভালোবাসার বার্তার মাধ্যমে মাকে শুভেচ্ছা জানায়। প্রত্যেকে মাকে পছন্দের ফুল উপহার দেয়।

চীন: মা দিবস পালনে ভিন্নতা রয়েছে চীনে। দিবসটিতে দরিদ্র মায়েদের সাহায্য করা হয়। এ ছাড়া গ্রামীণ এলাকার মায়েদের অবদান স্মরণ করা হয়। চীনা চন্দ্রবর্ষের চতুর্থ মাসের দ্বিতীয় দিন দিবসটি পালিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে মে মাসের দ্বিতীয় রোববার দেশটিতে মা দিবস পালিত হচ্ছে।

তথ্যসূত্র: সাইকোলজি টুডে, ন্যাশনাল নিউজ টুডে, দ্য সান

এস/ আই.কে.জে/

মা দিবস

খবরটি শেয়ার করুন