বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্যালেস্টাইন নিয়ে বেফাঁস মন্তব্য, পদ গেলো কানাডার মন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইন নিয়ে বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে পদ হারিয়েছেন কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী সেলিনা রবিনসন। সোমবার (৫ই ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত সপ্তাহে এক অনুষ্ঠানে সেলিনা বলেছিলেন, আধুনিক ইসরায়েল খুবই বাজে একটি ভূখণ্ডের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। তার এই মন্তব্যে কানাডার প্যালেস্টাইনপন্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং বিভিন্নভাবে তা তারা প্রকাশও করা শুরু করেন। 

আরো পড়ুন: তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত : মোদী

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি বলেছিলেন, ‘আমি সেলিনা রবিনসনের সঙ্গে বৈঠক করেছি। তিনি স্বীকার করেছেন যে তার ওই মন্তব্য ভুল ছিল এবং তিনি অনুতপ্ত।’

তার পরের দিনই পদত্যাগপত্র জমা দেন সেলিনা, যিনি নিজে একজন ইহুদি ধর্মাবলম্বী। তবে মন্ত্রিত্ব ছাড়লেও প্রাদেশিক আইনসভায় তার সদস্যপদ বহাল থাকবে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

এইচআ/ আই. কে. জে/ 

কানাডা প্যালেস্টাইন বেফাঁস মন্তব্য শিক্ষামন্ত্রী সেলিনা রবিনসন মন্ত্রিত্ব

খবরটি শেয়ার করুন