শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীদের উপর আনসারদের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আনসার বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা৷ রোববার (২৫শে আগস্ট) রাত এগারোটায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

জানা যায়, চাকরি সরকারিকরণের এক দফা দাবিতে রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সচিবালয়ে আটকা পড়েন। পরে তারা ব্যক্তিগত ফেসবুক পেইজে ঢাবি শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। 

এসময় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এলে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপরই রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে রাত এগারোটায় এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আরো পড়ুন : ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা খুনি হাসিনার বিচার চাই৷ এছাড়া দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পরও আওয়ামী লীগের পাতা ফাঁদে অনেকেই পা দিয়েছে৷ আনসাররা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে। আবার যদি কেউ এই ফাঁদে পা দেয় তাহলে ছাত্র-জনতা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে৷ 

আবির/এস/আই.কে.জে/

ইবি

খবরটি শেয়ার করুন