বুধবার, ২৬শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোববার (১৬ই জুন) ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১১ গ্রামের মানুষ।

বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে থাকেন। তাই অন্য এলাকার একদিন আগে এসব এলাকার লোকজন ঈদ উদযাপন করেন।

এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের কিছু মানুষ একই সঙ্গে ঈদ উদযাপন করেছেন। একদিন আগে যারা রোজা, ঈদুল ফিতর উৎসব ও ঈদুল আজহা উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে এসব ধর্মপ্রাণ মুসলমানরা ৪টি জামায়াতে ঈদের নামাজ আদায় করেছেন।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে জামায়াত শেষ হয়েছে। তবে যারা সহস্রাইল দায়রা শরীফে নামাজ পড়তে এসেছেন তাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছেন মসজিদ কমিটি। সহস্রাইল দায়রা শরীফে নামাজে ইমামতি করেছেন ধলেরচর দরবার শরীফের পীর সাহেব মুফতি মোহাম্মদ রাকিবুল হাসান।

ওআ/

ঈদ

খবরটি শেয়ার করুন