‘অগ্নি শ্রাবণ’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে শিল্পকলা একডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৭শে) রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয় নাটক ‘অগ্নি শ্রাবণ’। পরিবেশনা করে ভৈরবী গীতরঙ্গ দল। শান্তির আহ্বান নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ইলিয়াস নবী ফয়সাল।
অগ্নি শ্রাবণ নাটকে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজীব, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশা, রম্য, অর্থী, নোবেল, রিয়া, জিতু, আরিফ, আয়রিন, হিমেল, ঈশান, আতিশা, জ্যোতি, নাজমুল, পিনাকী, ফাল্গুনী ও পার্থ।
সহকারী নির্দেশক ও আবহ সংগীতে আছেন দীপ্ত সেন। শব্দচয়ন ও শব্দবিন্যাসে ধ্রুব ব্যাপারী, হৃদয় ঘোষ রাজীব, জিন্নাতুল ইসলাম প্রত্যাশা, পোশাক ও মঞ্চসজ্জা করেছেন অতনু ও আয়রা মৌ।
খবরটি শেয়ার করুন