বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

১০ বছর পর ‘বাহুবলী’ ফিরছে নতুন রূপে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার বক্স অফিস ইতিহাস বদলে দেওয়া ‘বাহুবলী’ পার করছে এক দশক। ছবির ১০ বছর পূর্তিতে এসেছে বিশেষ এক ঘোষণা। পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, ‘বাহুবলী’ সিরিজের দুই ছবি এবার একসঙ্গে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে।

রাজামৌলি ‘বাহুবলী’ ছবিকে নতুন করে সম্পাদনা করে একত্রে প্রেক্ষাগৃহে আনছেন। এক পোস্টারে মুক্তির তারিখ জানিয়ে তিনি এক্সে লিখেছেন, ‘বাহুবলী অনেক যাত্রার শুরু। অসংখ্য স্মৃতি। অফুরন্ত অনুপ্রেরণা। ১০ বছর পার করলাম। এই বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছি “বাহুবলী: দ্য এপিক” দিয়ে, যা দুই পর্বকে একত্র করে তৈরি হয়েছে। সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১শে অক্টোবর।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই নতুন ভার্সনে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭)—দুই ছবির গল্প একত্র করে বলা হবে। ছবিটি মুক্তি পাবে তেলেগু, তামিল, মালয়ালম ও হিন্দি ভাষায়। অনেকে কন্নড়ে মুক্তি না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন।

স্যাকনিল্কের তথ্যমতে, ‘বাহুবলী’র প্রথম ছবিটি আয় করেছিল প্রায় ৬৫০ কোটি রুপি আর দ্বিতীয় পর্ব আয় করে ১ হাজার ৭৮৮ কোটি রুপির বেশি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়ের ছবির জায়গা করে নেয়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠী, রানা দাগুবতী ও তামান্না ভাটিয়া।

জে.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন