শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের লোকসভায় কনিষ্ঠতম সদস্য হলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ঠা জুন) দেশটির নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে। এতে ২৫ বছর বয়সে দেশটিতে লোকসভার সদস্য হয়েছেন চার প্রার্থী। 

বুধবার (৫ই জুন) ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে সাড়া ফেলেছেন ভারতের চারজন্য কনিষ্ঠতম সদস্য। মাত্র ২৫ বছর বয়সে তারা লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: লোকসভা নির্বাচনে চমক দেখানো তারকারা

তারা হলেন, শাম্ভবী চৌধুরী, পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ এবং সঞ্জনা জাদব। এরমধ্যে সমাজবাদী দলের প্রার্থী হলেন পুষ্পেন্দ্র ও প্রিয়া। আর কংগ্রেস থেকে সঞ্জনা এবং লোক জনতা শক্তি থেকে প্রার্থী হয়েছিলেন শাম্ভবী।

শাম্ভবী চৌধুরী

শাম্ভবী চৌধুরী বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য অশোক চৌধুরীর মেয়ে। তিনি বিহারের সমস্তিপুর থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। ভারতের সরকার গঠন করতে যাওয়া এনডিএ জোটের সদস্য দলটি। তার বিপরীতে প্রার্থী ছিলেন কংগ্রেসের সানি হাজার। ভোটের আগে এক নির্বাচনী প্রচারণায় এনডিএ প্রার্থীর প্রশংসা করেন নরেন্দ্র মোদি। পুরোনো এই আসন থেকে কনিষ্ঠ প্রার্থীর জয় হওয়ার বিষয়টি চমকপ্রদ ঘটনা।

পুষ্পেন্দ্র সরোজ

লোকসভা নির্বাচনের আরেক কনিষ্ঠ প্রার্থী হলেন পুষ্পেন্দ্র সরোজ। তরুণ এ রাজনীতিবীদ ২৫ বছর পূর্ণ করেছেন মাত্র দেড় মাস আগে। সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশের কৌশাম্বী থেকে তিনি নির্বাচিত হয়েছেন।পুষ্পেন্দ্র সরোজ রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা ইন্দ্রজিৎ সরোজ পাঁচবারের সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিলেন।

প্রিয়া সরোজ 

ভারতের উত্তর প্রদেশের মছলিশহর থেকে লোকসভার সদস্য পেয়েছেন প্রিয়া সরোজ। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তিন তিনবারের সংসদ সদস্য তুফানি সরোজের মেয়ে তিনি।

সঞ্জনা জাদভ

ভারতের লোকসভা নির্বাচনে কনিষ্ঠ সদস্য হিসেবে বাজিমাত করা প্রার্থীদের অন্যতম হলেন সঞ্জনা জাদভ। ২৫ বছর বয়সী এ রাজনীতিবিদ কেবল লোকসভা নয়, গেল বছর বিধান সভায়ও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে বিধান সভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন সঞ্জনা। এরপর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছেন তিনি

সূত্র: এনডিটিভি  

এইচআ/ 




লোকসভা নির্বাচন কনিষ্ঠতম সদস্য

খবরটি শেয়ার করুন