শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেফতার ১০৯ আনসার সদস্যকে আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে আনসার সদস্যদের বিক্ষোভ। গতকালের ছবি - সংগৃহীত

বেআইনি সমাবেশ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ১০৯ আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে। সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে তাদের। ওই ১০৯ আনসার সদস্যের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানায় পৃথক মামলা হয়েছে। সোমবার (২৬শে আগস্ট) দুপুরে আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করা আনসার বাহিনীর ৩৫২ সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।

এর আগে রোববার (২৫শে আগস্ট) রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করেন। পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলেন তাদের।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধরের শিকার হন আনসার সদস্যরাও।
 
আই.কে.জে/  

আনসার সদস্য

খবরটি শেয়ার করুন