বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলায় আইএইএ–এর তদন্ত চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্ত করতে বলেছে দেশটি। এ বিষয়ে তদন্ত করতে আইএইএর প্রধানকে চিঠি পাঠান ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরার।

ইরানের এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গতকাল শনিবার (২১শে জুন) রাতে আমেরিকার হামলার তদন্তের দাবি জানিয়ে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি।

মোহাম্মদ এসলামি আমেরিকান পদক্ষেপের নিন্দা জানাতে এবং কার্যকর ব্যবস্থা নিতে আইএইএর প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাফায়েল গ্রোসির 'নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তার' জন্য সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে 'যথাযথ আইনি ব্যবস্থা' নেওয়া হবে।

গ্রোসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আইন ও বিধিমালা, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) চরম লঙ্ঘনের প্রতিবাদ জানাচ্ছে এই চিঠি।' এর আগে আমেরিকান বিমান হামলার জেরে আইএইএর ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডাকার কথা জানিয়েছিলেন গ্রোসি।

এদিকে আমেরিকার হামলার ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার হামলা 'ক্ষমা অযোগ্য, এ মুহূর্তে কূটনীতির কোনো সুযোগ নেই। আমেরিকান হামলার পর কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাগচি সরাসরি 'এ মুহূর্তে কূটনীতি নয়' বলে জানিয়ে দেন।

তিনি বলেন, 'কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এ মুহূর্তে তা নয়।' আরাগচি আরও বলেন, 'আমার দেশ হামলার শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আমাদের এর জবাব দিতে হবে।'

আরাগাচি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা 'আন্তর্জাতিক আইনের অমার্জনীয় লঙ্ঘন।'

আরএইচ/

ইরানে আমেরিকার হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম আইএইএ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন