সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কারামুক্তি পেলেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৩৬টি মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন। 

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারের থেকে মুক্তি দেয়া হয়।

এ বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

তিনি জানান, বিএনপির নেতা মির্জা আব্বাসের ৩৬টি মামলায় জামিন হয়েছে। জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন: মির্জা আব্বাসের জামিন, মুক্তিতে বাধা নেই

গত বছরের ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে কয়েকটা মামলা হয়। পরদিন ২৯শে অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

এ সব মামলায় ক্রমান্বয়ে জামিন পান তিনি। সর্বশেষ আজ ঢাকা রেলওয়ে থানার এক মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এসকে/ 


মির্জা আব্বাস কারামুক্তি

খবরটি শেয়ার করুন